Posts

কবিতা

আমার আমির সাথে

February 10, 2025

তৌকির আজাদ

42
View

আমার সকাল আমার বিকেল আমার সন্ধ্যে রাত 
আবার প্রভাত ফেরির শেষে জাতির অজুহাত 
আমার আছে সস্তা কিছু কবিতায় প্রতিবাদ 
আমার গানে সুর নেই আছে মনের কিছু বিবাদ

বিভেদ ভুলে থাকতে জানি আমার আমির সাথে 
কথার কথায় আপস কীসের হেঁটেছি রাজপথে 
পথের ধারে আমার মতই কত্ত মানুষ আছে 
সবার সাথে সবার হিসেব থাকছে কার কাছে?

হিসেব করে চলতে হবে মাসটা এখনো বাকি 
ঘুষের টাকা ঢুকছে পেটে পেনশনটাও বাকি 
নীরব থেকে দেখছো সবই নিচ্ছেন কোন ঝুঁকি 
অন্যকে না তুমি দিচ্ছ ঠিকই নিজেই নিজেকে ফাঁকি

ফাঁকির জালে আটকে আছে জাতীয় চেতনা 
বলছে সবাই পরস্পরে এসব নিয়ে ভেবো না 
ভাবনা গুলো ডুকরে মরে চিন্তায় চেতনা 
দুঃখ পেলে সামলে নিও অযথাই কেঁদো না 

কান্না পেলে মুখটি ভেবো অমনি হাসি পাবে 
পেটের জ্বালা মিটলে কেবল মগজ খাদ্য পাবে 
খাবার দাবার রাঁধলে নিজে বুঝবে কেমন লাগে 
রুচির মতো খাদ্য পেতে পুরোনো বিদ্যা লাগে

নবীন প্রবীণ বুঝি না আমি চাই নেতার মতো নেতা 
ভুগেছি অনেক চাইনা আর আশার বিক্রেতা 
আশার কথা আসলো যখন দেশের কথায় আসি 
আশার আশায় বুঝেছি আমি দেশটাকে ভালোবাসি

ভালোবাসার ভালোলাগা শুধু প্রেমিকার তরে নয় 
আমার সোনার বাঙলায়ও ভালোবাসা হয় . . . 
 

Comments

    Please login to post comment. Login