আমার সকাল আমার বিকেল আমার সন্ধ্যে রাত
আবার প্রভাত ফেরির শেষে জাতির অজুহাত
আমার আছে সস্তা কিছু কবিতায় প্রতিবাদ
আমার গানে সুর নেই আছে মনের কিছু বিবাদ
বিভেদ ভুলে থাকতে জানি আমার আমির সাথে
কথার কথায় আপস কীসের হেঁটেছি রাজপথে
পথের ধারে আমার মতই কত্ত মানুষ আছে
সবার সাথে সবার হিসেব থাকছে কার কাছে?
হিসেব করে চলতে হবে মাসটা এখনো বাকি
ঘুষের টাকা ঢুকছে পেটে পেনশনটাও বাকি
নীরব থেকে দেখছো সবই নিচ্ছেন কোন ঝুঁকি
অন্যকে না তুমি দিচ্ছ ঠিকই নিজেই নিজেকে ফাঁকি
ফাঁকির জালে আটকে আছে জাতীয় চেতনা
বলছে সবাই পরস্পরে এসব নিয়ে ভেবো না
ভাবনা গুলো ডুকরে মরে চিন্তায় চেতনা
দুঃখ পেলে সামলে নিও অযথাই কেঁদো না
কান্না পেলে মুখটি ভেবো অমনি হাসি পাবে
পেটের জ্বালা মিটলে কেবল মগজ খাদ্য পাবে
খাবার দাবার রাঁধলে নিজে বুঝবে কেমন লাগে
রুচির মতো খাদ্য পেতে পুরোনো বিদ্যা লাগে
নবীন প্রবীণ বুঝি না আমি চাই নেতার মতো নেতা
ভুগেছি অনেক চাইনা আর আশার বিক্রেতা
আশার কথা আসলো যখন দেশের কথায় আসি
আশার আশায় বুঝেছি আমি দেশটাকে ভালোবাসি
ভালোবাসার ভালোলাগা শুধু প্রেমিকার তরে নয়
আমার সোনার বাঙলায়ও ভালোবাসা হয় . . .