Posts

গল্প

"মা, তুমি কোন রূপে?"

February 10, 2025

Md Salim

Original Author সেলিম রেজা

38
View

"মা, তুমি কোন রূপে?"

মা, তুমি সকালবেলার রোদ্দুর,
আমায় ঘুম ভাঙিয়ে বলো— "ওঠ রে সোনামণি, ফজরের নামাজ পড়।"

তুমি রুটি-মাখনের স্নেহমাখা হাত,
তুমি আমার বুকের ভরসার নিঃশ্বাস।

মা, তুমি কোন রূপে?


তুমি রাগে ধমক দেওয়া কঠিন কণ্ঠ,
আবার কেঁদে বুক ভাসানো কোমল স্পর্শ।
তুমি হঠাৎ ফোনের ওপারে, "ভালো আছিস তো?"


তুমি দোয়ায় তোলা দু'হাতের আলো।

মা, তুমি কেমন?

তুমি রক্তের বাঁধনে গাঁথা এক পবিত্র সম্পর্ক,
তুমি বিনা স্বার্থে দেওয়া ভালোবাসার গল্প।
তুমি আমার জন্য চোখের পানি,


তুমি সৃষ্টিকর্তার রহমতের এক অনন্য চিহ্ন।

মা, তুমি কোন রূপে?
তুমি সব রূপেই অনন্য, অমূল্য, অপরূপ।
তুমি শুধু মা!

Comments

    Please login to post comment. Login