আর একটু পথ কি এক সাথে চলা যায় না
আর একটু সময় কি,
আমায় দেওয়া যায় না।২
কাছাকাছি পাশাপাশি,
হাতে রেখে হাত,
আর একটু পথ কি,
এক সাথে চলা যায় না।ঐ
রুপালি চাঁদের আলো,
দু চোখে মেখে;২
ভালোবেসে কাছে এসে,
নয়নে নয়ন রেখে।
আর একটি রাত কি,
এক সাথে থাকা যায় না।ঐ
মনের সব অভিমান,
দূর বহুদূর ফেলে;২
ভালোবেসে হাসি আনন্দে,
মুক্ত পাখির মতো খেলে।
আর একটি দিন কি,
এক সাথে থাকা যায় না। ঐ
সকল যন্ত্রণা পিছুটান,
মন থেকে ফেলে;২
তোমার ক্লান্ত মাথা,
আমার বুকে রেখে।
আর একটি মুহূর্ত কি,
চোখ বুজে থাকা যায় না।ঐ
ভালোবেসে শুধু ভালোবেসে,
দুজন দুজনার কাছে এসে;২
পৃথিবীর সবটুকু রং,
দুচোখে মেখে।
বাকি পথটুকু কি,
একসাথে চলা যায় না। ঐ