Posts

কবিতা

শাহাদাত সুফলের কবিতা- "আমি শুধু বসে থাকি শাহবাগ মোড়ে"

February 10, 2025

শাহাদাত সুফল - Shahadat Supol

25
View

আমি শুধু বসে থাকি শাহবাগ মোড়ে

-শাহাদাত সুফল 

হিংস্র বাঘের মতো ক্ষুধার্ত শরীর নিয়ে বসে আছি শাহবাগ মোড়ে, দু'চোখে আকাশ দেখি, ভরা যৌবনা চাঁদটা খুবলে খেতে ইচ্ছে করে; তুমি তার সবই দেখো চিরটাকাল এভাবে আমাকে, তবু শক্ত-মজবুত করে হাতটা ধরেছো আমার, এটা তুমি ঠিকই জানো সম্মুখে একটা অজগর তেড়ে আসে- তোমার দিকে ক্রমশ শরীর ছেড়ে দিয়ে; 

আমি শুধু বসে থাকি- অপেক্ষা করি না কারো, ঢাকা শহরের বুকে এদিক-ওদিক সাপের মতো গিরগিটি একেকটা তেড়ে আসে আমার দিকেও, যেভাবে তুমি থাকো আমার পাশে, হাতটা ধরে, পায়ে-পায়ে হাটি-হাটি জগৎশহর পুরো একসাথে স্লোগান হাঁকো- কণ্ঠ ছেড়ে; আমি শুনি সে রক্তগরম করা সুর, দেখি  উন্মত্ততার আশু ইতিহাস লেখা হয় রক্তের কালি দিয়ে কালো রাজপথে কাগজ বিছিয়ে; লাল হয় সোনার দেহের এই মরু সাহারা; 

আমি শুধু বসে থাকি শাহবাগ মোড়ে,

দেখি, ভাবি- একেকটা রাত যায় এভাবে আমার;

বই দেখি- পাতা উল্টাই, ইস্রাফিলের ফুঁৎকারে উলটে পাল্টে যাবে যেভাবে আকাশ-জমিন; যেভাবে পালটে যায় ক্ষমতার মসনদ, দেশ ছেড়ে পালিয়ে বেড়ায় তথাকথিত বন্ধুরাষ্ট্রে, আমি শুধু বসে থাকি শাহবাগ মোড়ে; মালিবাগ মোড়ও আছে আমার চেনা, আমি সেখানে যাই, বসি, খিঁচুড়ি খাই বাছির মামার দোকানে; তবু তাকাই না কভু আমি এইমাত্র ফুটে ওঠা রক্তজবার মতো তোমার নাভির দিকে; আমি শুধু বসে থাকি শাহবাগ মোড়ে;

রচনাকালঃ

০৭-০২-২০২৫ খ্রিঃ। 

Comments

    Please login to post comment. Login

  • HASAN JR 1 week ago

    ভীষণ সুন্দর কবিতা। পড়ে ভালো লাগলো।