Posts

কবিতা

উপদেশ (Premium)

February 11, 2025

আব্দুল হালিম

Original Author আব্দুল হালিম

0
sold
উপদেশ
এম এ হালিম

শোনো আমার ছোট্ট সোনা
বসো আমার কাছে,
মরণ কালে তোমার তরে
কিছু উপদেশ আছে।
এক আল্লাহ লা শরীক
চলবে মেনে এটি,
চাইবে ক্ষমা তাহার কাছে
করলে কোন ত্রুটি।
কথা দিয়ে রাখবে কথা
বলবে মানুষ ভালো,
সত্য কথা বলবে সদা
সঠিক পথে চলো।
শ্রদ্ধা-ভক্তি করবে সদা
তোমার গুরুজনে,
হিংসা যেন নাহি আসে
কভু তোমার মনে।
সবার সাথে বলবে তুমি
বিনয়ের সাথে কথা,
আচরণ হবে নম্র-ভদ্র
পাবেনা কেহ ব্যাথা।
দুঃখীর দুঃখ দেখে কভু
যাবেনা তুমি ছেড়ে,
আসলে বাসায় ফকির মিসকিন
দিবেনা তুমি ফিরে।
ভাই-বোন আত্মীয় স্বজন
আগলে রেখ বুকে,
থাকবে তুমি সবার পাশে
থাকলে তারা দুঃখে।
সঠিক পথে চলবে সদা
বিপথে কভু নয়,
চলবে মেনে উপদেশ আমার
যদিও কষ্ট হয়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login