পোস্টস

বাংলা সাহিত্য

ফানুস জীবন

১৮ মে ২০২৪

নাজমুন নাহার নূপুর

মূল লেখক নাজমুন নাহার নূপুর

ছাওয়াল এখন মস্ত বড়
 মানতে চায় না গুরুকে,
 বোধ-বুদ্ধি তার সব হয়েছে
 সিদ্ধান্ত নেয় পলকে।

 
আমি এক কুয়ার ব্যাং
 বুদ্ধি এখন মোর হাটুঁতে,
 হাতে বেড়েছে পায়ে বেড়েছে
 ছাওয়ালের বোধ মাথাতে।

 
আমার মাঝে কমতি অনেক
 জ্ঞান বুদ্ধির নেই কো ধার,
 যাও বা আছে অতীত জ্ঞান
 আধুনিক কালে সবই  হার।

 
বৃদ্ধের কথা যায় না মানা,
 যুগের সাথে বদলেছে যুগ,
 ভুল-ভ্রান্তি করে শত শত,
 বয়স্ক দাদার বেড়েছে রোগ।।

 
জ্ঞানী গুণী বিদ্বান ছাওয়াল
 শিক্ষায় হয়েছে নতুন মানুষ,
 অতীত জ্ঞান নেইকো জানা
 আধুনিককালে সবই ফানুস।