আমার চোখের সামনে আকাশ
কিন্তু আমি দেখতে পাই না,
আমার নাকের কাছে বাতাস
তাও আমি গন্ধ পাই না।
প্রতিবন্ধক দেয়াল না, দালান
না হয় হবে আমার ওই অবচেতন খামখেয়াল।
হৃদপিণ্ডের স্পন্দনের গতি আর
চারপাশ থেকে ছুটে আসা
অজস্র শব্দাবলির সামঞ্জস্যে খোঁজার থেকে
এই খেয়ালি মন আর কতই বা খারাপ হতে পারে?
এখনো তো ফুল ফোটা বন্ধ হয় নি,
এখনো তো শ্বাস বন্ধ হয় নি,
এখনো তো বেদনার আকাশে কা কা শোনা যায়,
হোক শেষে দীর্ঘশ্বাস - তাও এখনও তো সময় কাটে যায়।
তবু,
আমার চোখের সামনে আকাশ
কিন্তু আমি দেখতে পাই না,
আমার নাকের কাছে বাতাস
তাও আমি গন্ধ পাই না।
পাই না যা আমি চাই না।