ভালো মন্দ সুখ দুঃখ
সময় কারো সব সময়, খারাপ ভাবে যায় না;
একদিন আসিবে শুভ সময়, একটুও কষ্ট রবে না২
ভালোর পরে মন্দ আসে, মন্দের পরে ভালো;
আলোর পরে আঁধার আসে, আঁধারের পরে আলো।২
একই ভাবে সুখের ছোঁয়া, কেউ তো কভু পায় না।ঐ
সুখ দুঃখ পাশাপাশি, সবার জীবনে পাবে;
সাদার পরে কালো, সবার মেনে নিতে হবে।২
জীবন কারো একই ভাবে, সারা জীবন যায় না।ঐ
মনে কোন দুঃখ এলে, শক্ত থাকতে হয়;
ধৈর্য দিয়ে বুদ্ধি দিয়ে, রুখে দিতে হয়।২
সঠিকভাবে রুখে দিলে, দুঃখ আর থাকে না।ঐ