Posts

কবিতা

০২৫২ লোকগীতি: কৃষ্ণ রাঁধা

February 14, 2025

তারিক হোসেন

38
View

          কৃষ্ণ রাঁধা

তোমার আমার জীবন রে বন্ধু, একই সাথে বাঁধা; 
তুমি আমার কৃষ্ণ রে বন্ধু, আমি তোমার রাঁধা।২

তোমার সাথে আমার বন্ধু, সব কিছুতে মিলে;
তাইতো বন্ধু ধরা দিয়েছি, আমি তোমার দিলে।২
মনটা আমার তোমার মত, একই রকম সাদা।ঐ

তোমার সাথে আমি বন্ধু, থাকতে ভালোবাসি; 
ইচ্ছা করে সারাক্ষণ, তোমার সাথে হাসি। ২
তোমায় ভালবাসতে আমার, একটুও নাই বাঁধা।ঐ

দিবা নিশি আমার মনে, তুমি শুধুই থাকো; 
মিষ্টি মধুর হাসি দিয়ে, প্রাণ ভরে রাখো।২
তুমি আমার জীবন রে বন্ধু, আমি তোমার আধা।ঐ

জীবন যৌবন সবই আমি, তোমায় দিয়েছি তুলে; 
সারা জীবন সুখে রবো, ভালবাসায় দোলে।২
তোমায় ছাড়া বাঁচে না রে বন্ধু, তোমার প্রিয় রাঁধা।ঐ

Comments

    Please login to post comment. Login