আমার প্রিয়ার দুটি চোখ🥰
Rokibul Alam Riyad
তোমার চোখের চাউনি, ইশ বড্ড জালায় আমাকে😌
বলো না প্রিয়, কেন এত মায়া, তোমার ঐ দুটি চোখে।
আমি বারে বার আটকেই যাই, তোমার ঐ দুটি চোখে,
তুমি বলে যাও যত বিরহের গল্প, আমি শুধু চেয়ে থাকি তোমারি নয়নেতে,
তুমি যখন কাজল পড়ো, ঐ দুটি চোখেতে..
জানো প্রিয়! অসম্ভব মায়াবতী লাগে তোমাকে
চলো না গো, দেখা করি দুজনে, কোনো একদিন, কোনো এক নিস্তব্ধ পাহাড়ে,
সেদিন তাকিয়ে থাকবো মোরা, একে ওপরের চোখেতে,
আমি প্রাণ ভরে দেখিবো, মুখটি তোমার😌
আমার প্রিয়ার মতো মায়া ভরা মুখ, কোথায় পাবো আর
চোখে চোখে কথা হবে,অন্তরে অন্তরে প্রেম
ওগো প্রিয়া, তোমার চোখেতে আমি, হারিয়ে গেলেম,
তোমায় নিয়ে লিখেছি আমি, শত শত কবিতা,
সেদিন পাহাড়ে দাড়িয়ে, দূর আকাশের দিকে তাকিয়ে,
পড়ে শোনাবো তোমায় আমি, আমার লেখা, প্রেমের কবিতা।
ওগো প্রিয়া, আজ তাকাও তুমি, আমারই চোখেতে,
চোখে চোখ রেখে, বলো তুমি, ওই প্রিয়, বড্ড ভালোবাসি তোমাকে।
আমি অপলক দৃষ্টি তে, তাকিয়ে থাকবো তোমার দিকে।
আর আমার মনের ক্যাম্পাসে বেধে রাখবে তোমায় সঙ্গপনে।
ভালোবাসি প্রিয়া তোমাকে, ভালোবাসি তোমার চোখের চাউনিকে🫶
যদি কিছুতে আজীবন, আটকে থাকতে হয়, হোক..
যদি হয় সেটা, আমার প্রিয়ার দুটি চোখ।