অনুসূয়া হটাৎ টের পেল তার গলায় চেপে বসেছে শক্তিশালী দুটি হাত। এ হাত দুটোকে সে চেনে। এ হাত দুটো রাহাতের। অনুসূয়া হাত দুটোর বিরুদ্ধে স্ট্রাগল করছিল। কিন্তু পারছিল না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে,শক্তি নিঃশেষ হয়ে আসছে। তার হাতে হয়ত আর বেশি সময় নেই। শরীর ঝাঁকুনি দিচ্ছে, চোখের দুকোন বেয়ে দুফোটা অশ্রু ঝড়ে পড়ল। তবুও চোখের সামনে নিজের জীবনের চেয়ে বেশি চাওয়া, বেশি ভালোবাসার মানুষটাকে উদ্ভ্রান্ত, উন্মাদের মত তার গলা চেপে ধরতে দেখে বিষ্ময়ে বিমূঢ় হয়ে গেল সে। অথচ এ মানুষটিকেই বিয়ে করে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল সে। অনুসূয়া শুধু একটা কথা বলতে চাচ্ছিল কিন্তু পারছিল না। শুধু একটা কথা। সে বলতে চাচ্ছিল- রাহাত..তোমার সন্তান আমার শরীরে, প্লিজ আমাকে মেরো না। আমি তোমার জীবন থেকে চলে যাব...