Posts

কবিতা

০২৫৩ আধুনিক গান: তোমার ভ্যালেন্টাইন

February 14, 2025

তারিক হোসেন

36
View

      তোমার ভ্যালেন্টাইন

বারে বারে আমি চাই শুধু, তোমার ভ্যালেন্টাইন হতে।২
তুমি আবারও জন্ম নিও, মাটির এই পৃথিবীতে; 
আমি ভালোবেসে রাখিবো হাত, তোমার ও দুটি হাতে।২ঐ

জন্ম আমার আজন্ম বৈরিতা, জ্বলেছি অনলও দহনে;
কোথায় শান্তি কোথায় ক্লান্তি, লেখা আছে মম কাহনে।২
মুক্তি চেয়েছি বারবার, তোমার বাহুতে বন্দি হতে।ঐ

তুমাতে পেয়েছি আমি, আমার সুখের ঠিকানা;
তুমি করেছ পূর্ণ আমার, শত জনমের মন বাসনা।২
মুছে গেছে মম জনমের ক্লান্তি, তোমার ওই হাসিতে।ঐ

দুচোখ তোমার সবুজ অরণ্য, অঙ্গে অঙ্গে বারতা;
আমারে দিয়েছে উদ্ধত প্রেম, ভালবাসা শত মমতা।২
এতো শান্তি এতো প্রশান্তি, আর কোথাও নেই ধরণীতে।ঐ

Comments

    Please login to post comment. Login