Posts

কবিতা

০২৫৪ আধুনিক গান: সবটুকু দিয়ে ভালোবাসতে হয়

February 15, 2025

তারিক হোসেন

42
View

  সবটুকু দিয়ে ভালোবাসতে

ভালবাসলে মনের সবটুকু দিয়ে, বাসতে হয়; 
অধিকার দিলে, সবটুকু অধিকার দিতে হয়।২

ভালোবেসে আপন হলে, জরতা রাখা যায় না;
মনের মাঝে তফাৎ রেখে, ভালোবাসা হয় না।২
ভালোবাসা হৃদয়ের খেলা, হৃদয় দিয়ে ভালো বাসতে হয়।ঐ

ভালোবেসে দুটি মন, হয়ে যায়  চির আপন;
যখনই বুঝতে পারে, মনের না বলা কথন।২
শত বাঁধা বেদনায়, চিরদিন তাঁরা পাশে রয়।ঐ

ভালোবাসা আছে বলে, এতো আপন লাগে;
স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে।২
মাঝখানে দুটি মন, শান্তি খুঁজে পায়।ঐ

Comments

    Please login to post comment. Login