তুষারঝড়ের রাত"
প্রথম অংশ:
পাহাড়ি এলাকায় পুরনো হোটেল ‘স্নো ভ্যালি ইন’ বহু বছর ধরে একাকী দাঁড়িয়ে আছে। শীতের সময় যখন তুষারঝড় শুরু হয়, তখন রাস্তাগুলো ঢেকে যায় সাদা চাদরে। এ বছরও ব্যতিক্রম হলো না।
সে রাতে হোটেলে মাত্র পাঁচজন অতিথি ছিল। বাইরে ঝড়, আর ভেতরে উষ্ণতা খুঁজে তারা জড়ো হয়েছিল লবিতে। হঠাৎ এক তীব্র চিৎকারে সবার বুক কেঁপে ওঠে। দৌড়ে গিয়ে দেখে, দ্বিতীয় তলার ঘরে একজন মৃত পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে।
তুষারঝড়ে রাস্তা বন্ধ, কেউ হোটেল থেকে বের হতে পারেনি। তাহলে খুন করল কে? অতিথিদের মধ্যেই কি লুকিয়ে আছে ভয়ংকর খুনি? নাকি হোটেলের পুরনো ইতিহাসের সঙ্গে এই মৃত্যুর যোগসূত্র আছে?
রহস্য শুরু হলো...