চিৎকার শুনে সবাই দৌড়ে এল দ্বিতীয় তলায়। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দেখতে পেল এক রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। মুখ বিকৃত হয়ে গেছে, চোখগুলো ফাঁকা শূন্যতায় তাকিয়ে আছে।
হোটেলের মালিক মিস্টার রহমান আতঙ্কিত কণ্ঠে বললেন, “তুষারঝড়ে রাস্তা বন্ধ, কেউ বাইরে যেতে পারেনি। তাহলে খুন করল কে?”
সবাই একে অপরের দিকে সন্দেহভরা চোখে তাকাল। অতিথিদের মধ্যে একজন বললেন, “আমরা সবাই এখানে একে অপরকে চিনি না। হয়তো খুনি আমাদের মধ্যেই লুকিয়ে আছে।”
মিস্টার রহমান পুলিশ ডাকতে ফোন তুললেন, কিন্তু লাইন ডেড! তুষারঝড়ের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।
আলোচনা শুরু হলো, “খুনি যদি আমাদের মধ্যেই থাকে, তাহলে সে আরেকবার হামলা করতে পারে। আমরা কি এক জায়গায় একসাথে থাকব, নাকি নিজেদের ঘরে ফিরব?”
ভয়, সন্দেহ আর উৎকণ্ঠার মাঝে রহস্য আরও ঘনীভূত হতে থাকল। কে খুনি? আর কেনই বা এই নির্মম হত্যাকাণ্ড?
148
View