যদি ভেঙে পড়ি শব্দহীন ঝড়ে,
যদি নেমে আসে অন্ধকার ছায়া—
তুমি এসো, আলোকিত পূর্ণিমা হয়ে,
ঝরাও আলো ম্লান নয়নে আমার।

যদি ভুলের ভারে নুয়ে পড়ি,
যদি পথ হারিয়ে ফেলি বিস্তৃত শূন্যতায়—
তুমি এসো,
সৈকতে ঢেউয়ের মতো ধৈর্য ধরে,
আমার পায়ের চিহ্নে স্পর্শ রেখে যাও।
তবে যদি দেখো,
আমি নিজেই এক ঝলসানো প্রান্তর,
আমি নিজেই এক দাহ্য বনভূমি,
যার শিখা শুধু ছাই হয়ে উড়ে যায়—
তবে থেকো না!
দূরে দাঁড়িয়ে দেখো,
যেমন দেখে বিদ্যুতের রেখা,
ঝড়ের গর্ভে আত্মসমর্পণ করা কোনো নগ্ন বৃক্ষ।
যদি আমার হৃদয় হয় নোনা জলের মরীচিকা,
যদি আমার শ্বাসে বাজে রুক্ষ বাতাসের বাঁশি—
তুমি থেকো না!
তুমি এসো না!
বরং, বাতাসে উড়িয়ে দাও আমার নামহীন সন্ধ্যা,
যাতে ছাই হয়ে উড়ে যাই দিগন্তের ওপারে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
০১ ফাল্গুন, ১৪৩১