আজি তুমি বলিবে আমায় রাখিবে না সাধ।
আজিকার নিশিতে প্রদীপ হয়েছে পূর্ণিমার ঐ চাঁদ।।
মানব মনে জোয়ার আঘাতে ভাঙে সর্ব কূল।
অন্ত সুখ বিরহ বিরাগ বিছায় মন শূল।
আমি শুনিতে চাই ওগো তোমার মুখের ঐ মধুর মোহ নাদ।।
মন মল্লিকা স্বর্ণ লতিকা ফুটন্ত অনন্ত ফুল।
নিশি শেষে প্রভাত হলে ভ্রমর হয়গো চির ব্যাকুল।।
কিবা প্রভা সর্ব শোভা অঙ্গে সিগ্ধ রসের ধারা।
দ্বারে দ্বারি রাস বিহারি অন্তরে শুধে অন্তরা।
আমি শুনি শুধু তোমা মনের জমিত অবসাদ।