তোমায় ভালোবাসি
সত্যি করে বলছি তোমায়, তোমায় ভালোবাসি;
সারাক্ষণ ইচ্ছা করে, তোমার কাছে আসি।২
তোমায় পেয়ে ধন্য আমি, ধন্য আমার জীবন;
সারা জীবন পাশে থেকো, হয়ে আমার আপন।২
সকল কিছুর চেয়ে দামী, তোমার মুখের হাসি।ঐ
তোমার মুখে হাসি ফোটাতে, আমি শুধু চাই;
যদি তোমায় ভালোবেসে, আমি কাছে পাই।২
সকল কিছু বিনিময়ে, ফোটাবো সুখের হাসি।ঐ
সুখের দেখা পাবো আমি, তুমি আপন হলে;
সকল ফুলের সুভাষ পাবো, তোমায় কাছে পেলে।২
আমার মনে ফোটাও ফুল, একবার কাছে আসি।ঐ