নিয়তির নিয়ত
প্রতিনিয়ত নিচ্ছো খবর
বুঝে নিচ্ছি কে আপন কে বা পর
তবে চিনেছ কি কে মানুষ?
দেখ কত রঙের আলোর মিছিল,
কত ঝলমলে বাতির নালিশ।
কত ঝকমকে চারিদিক
কত গোছানো শহুরে কংক্রিট।
তবুও ,
কেন হাঁটছে কাপড়-হীন পথশিশু?
গায়ে নেই কেন তাদের জামা কাপড় ওষুধ?
খাটছে দেখো কত শত প্রাণ বিব্রত বেঁচে বাঁচার চালচলন ,
আর, কোথায় আজ এই দেশ জাতির প্রত্যাশার স্বপ্নের বিনির্মাণ ?
অপর্যাপ্ত শ্রম ধর্ম শেষে
তাঁর মূল্য কোথায় পাবে অবশেষে ?
‘প্রশ্ন’ ভিড়ে ব্যাস্ততার ব্যাস্ত অজুহাতের ভিড়ে . . .
অপুষ্টির খাদ্যে এতো অভাব ~ এমন!
যেন আমাদের আছে ,
অপরিমিত শিক্ষা. চিকিৎসা. বাসস্থান. অনির্ধারিত ভবিষ্যৎ,...
অনাকাঙ্ক্ষিত ভুবনে তবে আসুক প্রতিদিন লক্ষ-কোটি সৃষ্টিশীল মনন . . .
বলো আজ , তাদের কি ছিল দোষ?
এটা কি বিধাতার আক্রোশ?