জ্ঞান
এম এ হালিম
জ্ঞানের চর্চা করো তুমি
জ্ঞানই তোমার শক্তি,
জ্ঞানের তরেই করবে সবাই
তোমায় গুরু ভক্তি।
জ্ঞানীর সাজ না ধরিয়া
সঠিক জ্ঞানী হও,
জ্ঞানী হওয়ার তরেই তুমি
পাঠে মন দাও।
ন্যায়- অন্যায় জানবে তুমি
জ্ঞান তোমার থাকলে,
সঠিক বিচার পারবে তুমি
বিচারিক জ্ঞান থাকলে।
বিপদে তোমার থাকবে পাশে
সঠিক শিক্ষা - জ্ঞান,
গরীব হলেও জ্ঞানই তোমার
বাড়াবে মান- সম্মান ।
আজ থেকে হোক শুরু
জ্ঞানের অন্বেষণ,
শিখব আমি সকল সময়
জ্ঞানের বিশ্লেষণ।
This is a premium post.