Posts

কবিতা

কোথাও

February 19, 2025

তৌকির আজাদ

176
View

যেখানে আকাশ থমকে দাঁড়ায় 
ভেসে ভেসে বাতাস কত রঙ দেখায়  . . .  


তবু তো আমরা সাধি'রে যত 
স্বপ্ন ধূসর যুক্তি নিধি 
নির্ধারিত মর্ম তটে 


জট লাগানো সত্যে  শুদ্ধি . . .

শুনেছি সবই
বলছি তো তাই
তোমরাই ভুলেছ 

কেন দায়িত্ব ভাই?

শব্দগুলি জব্দ করি 
অপনাতে গড়ি আপনাকে 
থেকে থাকা নিজ জগতটাতে  
আমার জগৎ এটাই হবে . . .

দেখনি তুমি বলবে সেটা  
দম আছে যে দমের ঠেকা 


যমের বিধির নিখুঁত নিধি 

 ইথার  থেকে শুদ্ধ আসে
জামার ভেতর মানুষটাতে। 


যে ফুল ফুটছে আজ 

লৌকিকতার আড়াল দেখে 
চামড়া দিয়ে তাই তো রেখেছি ঢেকে  . . .

কথার কথায় কোথাও কেউ ডাকছে নাকি ? 

আপনাকে দিয় না কখনো ফাঁকি . . . 

Comments

    Please login to post comment. Login