Posts

কবিতা

০২৫৬ আধুনিক গান: আমার সাদা মন

February 19, 2025

তারিক হোসেন

33
View

      আমার সাদা মন

তোমার হাতে তুলে দিলাম, আমার সাদা মন; 
ভালোবেসে আপন হাতে, রাঙ্গিয়ে দিও রং।২

স্বপ্ন তুমি এঁকে দিও, আমার মনের উপর;
দু পায়েতে পরিয়ে দিও, তোমার প্রেমের নূপুর।২
আপন করে বুকের মাঝে, রেখো সারা জীবন।ঐ

চাঁদের আলোয় চাঁদ দেখিও, চাঁদের হাত ধরে; 
বকুল ফুলের মালা দিও, সকাল দুপুর ভোরে।২
হাসি গানে ভরে দিও, আমার ছোট্ট জীবন।ঐ

ছোট ছোট মুহূর্ত দিও, মালা করে নেবো; 
ভালোবাসার তারা দিও, আমিও তোমায় দেবো।২
চোখের তারায় রেখো আমায়, তুমি আমার জান।ঐ

Comments

    Please login to post comment. Login