Posts

কবিতা

০২৫৭ আধুনিক গান: আমার হয়েও আমার না

February 19, 2025

তারিক হোসেন

28
View

       আমার হয়েও আমার না

তুমি সত্যি হয়েও সত্যি না, তুমি আমার হয়েও আমার না;
এ এক যন্তনা, কত কষ্ট তুমি জানো না।২

আকাশ ছোঁয়া তোমার ছবি, চোখের সামনে ভাসে; 
ডাইনে বামে সবখানে, মিষ্টি মধুর হাসে।২
ধরতে গেলে মিলিয়ে যাও, ধরতে পারি না।ঐ

দিবানিশি পাশে আছো, পাশে তোমায় পাই;
আমার ভেবে যখন আমি, আপন হতে চাই।২
হাজার রকম দেয়াল মাঝে, ছুঁতে পারি না।ঐ

তুমি আমায় বাসো ভালো, আমি বাসি তোমায়; 
কেন বিধি এমন করলো, আপন করলো না তোমায়।২
নিয়ম নীতির বাস্তবতায়, ছুঁতে পারি না।ঐ

আমার মনে দারুন আশা, শুধু একটি বার;
নিয়ম-নীতির বাধা ভেঙ্গে, হয়ে যাও আমার।২
স্বপ্ন আমার স্বপ্নই থাকে, সত্যি হয় না।ঐ

Comments

    Please login to post comment. Login