শুধু তোমাকেই বুঝি
আমি প্রেম বলতে শুধু তোমাকেই বুঝি;
আমি ভালোবাসা বলতে শুধু তোমাকেই বুঝি।২
তোমাকেই বুঝি, তোমাকেই বুঝি, তোমাকেই বুঝি;
আমি সাত শত কোটি মানুষের মাঝে শুধু তোমাকেই খুঁজি।ঐ
আমি নিঃশ্বাস বলতে শুধু তোমাকেই বুঝি;
আমি বিশ্বাস বলতে শুধু তোমাকেই বুঝি।২
আমি আমার বেঁচে থাকা বলতে শুধু তোমাকেই বুঝি।ঐ
আমি সুখ বলতে শুধু তোমাকেই বুঝি;
আমি শান্তি বলতে শুধু তোমাকেই বুঝি।২
আমি আমার অস্তিত্ব বলতে শুধু তোমাকেই বুঝি।ঐ
আমি সফলতা বলছি শুধু তোমাকেই বুঝি
আমি পথ চলা বলতে শুধু তোমাকেই বুঝি।২
আমি আমার জীবন বলতে শুধু তোমাকেই বুঝি।ঐ
আমি হাঁসি বলতে শুধু তোমাকেই বুঝি;
আমি আনন্দ বলতে শুধু তোমাকেই বুঝি।২
আমি আমার উল্লাস বলতে শুধু তোমাকেই বুঝি।ঐ
আমি সকালের শুভ্রতা বলতে শুধু তোমাকেই বুঝি;
আমি বিকেলের শেষ আলো বলতে শুধু তোমাকেই বুঝি।২
আমি জীবনের শেষ ঘুম বলতে শুধু তোমাকেই বুঝি।ঐ