শিক্ষার ফুল
রাশেদুল ইসলাম রাশেদ
ছাত্র, তুমি গড়বে জীবন,
বই, খাতা আর কলমে।
শিক্ষার ফুল ফোটাবে তুমি,
বাস্তবতার জীবনে।
বাবা-মায়ের স্বপ্ন তুমি,
তুমি জাতির আলো,
আগামীতে দেশ চালাবে,
জাতির জন্য ভালো।
বীজ বপনের সময়টাতে,
অবহেলা নয়।
নিজেকে তুমি করবে গঠন,
এটাই তো সময়।
স্রোতের ওই বিপরীতে,
চালাইও না তরী।
সময় তোমার নষ্ট হবে,
যাবে পিছে, পড়ি।
থাকতে সময়, ঘুরাও তরী,
ধরো শক্ত হাতে হাল,
আসুক যত বাধা-বিপদ,
আসবে ঠিকই সকাল।
পড়বে তুমি জয়ের মালা,
প্রতিযোগিতার গেমে।
বিজয়ের সেই মুচকি হাসি,
যাবে না কভু থেমে…
আনন্দে সেই অশ্রুজল,
আসবে হঠাৎ নেমে।
ছাত্র জীবন ধন্য তোমার,
যাওনি তুমি থেমে।
নিজেকে তুমি করেছ যোগ্য,
বই, খাতা আর কলমে।
শিক্ষার ফুল ফোটিয়েছ ঠিকই,
বাস্তবতার জীবনে।