তোমার প্রেম অনন্যা
যেই প্রেম তুমি আমায় দিয়েছো, তা ছিল অনন্য;
আমি বুঝিতে পারিনি, ধরিয়া রাখিনি, ভেবেছি অতি নগণ্য।২
তোমাকে ছেড়ে, পিছনে ফেলে, চলেছি দূর বহুদূর;
কত সুর এলো গেল, কত সুর আসবে, পাইনি স্বপ্নের সুর।২
এখন মন কাঁদে, প্রাণ কাঁদে, শুধু তোমার জন্য।ঐ
কতবার ডেকেছো আমায়, বাড়িয়ে দিয়েছ, তোমার হাত;
আমি ধরিনি, আঁকড়ে রাখিনি, ফিরিয়ে দিয়েছি নাথ।২
এখন মন কাঁদে, প্রাণ কাঁদে, শুধু তোমার জন্য।ঐ
তুমি তো দিয়েছো, উজাড় করে, যতটা প্রেম দেওয়া যায়;
আমিতো ভাবিনি, বুঝতে পারিনি, ফিরিয়ে দিয়েছি তোমায়।২
এখন মন কাঁদে, প্রাণ কাঁদে, শুধু তোমার জন্য।ঐ