স্বার্থের নেশা
এম এ হালিম
প্রভাতে নিজের স্বার্থে বেরিয়ে পড়ো
স্বার্থের তরেই করো ঝগড়া মারামারি
একটু জমির লোভও ছাড়তে রাজি না
তুমি শ্রেষ্ট সৃষ্টি বিধাতার !
দেশের নেতা হতে ছড়াও মিষ্টি বাণী
স্বার্থের তরেই করো নিষ্ঠুর আচরণ
জনগনের স্বার্থ হাসিলের তরে তুমি নেতা
তাদেরই দেখাও অহংকার ক্ষমতার ।
জনগনের পাশে দাড়াবে বলে তুমি নেতা হলে
কই কোনদিন নিয়েছো কি কারো খবর
যদিও করেছ সুপারিশ কিছু কাজে
সেখানেও ছিল অর্থের বিনিময়,
This is a premium post.