Posts

কবিতা

বিস্ময়।

May 19, 2024

Shoaib ahmed

Original Author শোয়াইব আহমেদ।

121
View

আমি আগে কখনো এমন কাউকে দেখিনি-
অবয়বে সে কোন তরুণ পরী।

অবয়বে সে কোন অসময়ে ফোঁটা ফুল।

অবয়বে সে কোন অভিমানী দেবী।

অবয়বে সে কোন নুনের মূর্তি।
অবয়বে সে কোন প্রেম কবিতা।
অবয়বে সে কোন পূর্ণিমা রজনী।

অবয়বে সে কোন বিরল সুগন্ধী।
অবয়বে সে চোখে তন্ত্র সাধনা।
অবয়বে সে সূর্যের প্রথম রশ্নী।

 

আমি আগে কখনো এমন কাউকে লক্ষ্য করিনি-
সুশ্রী সে কোন নবীন লতা।
সুশ্রী সে লেখার আগে কবির কবিতা।
সুশ্রী সে কোন সুস্বপ্ন ও তার ব্যাখ্যা।
সুশ্রী সে যেন গল্পে আলিফ লায়লা।

আমি আগে কখনও এমন কিছু দেখিনি-
নয়ন দেখে আমি তাতেই আটক।
নেশা আর নয়ন, আত্মঘাতী যুগল।
নয়ন যার মাঝে অবদ্ধ জীবন মরণ।
নয়ন যার মাঝে আবদ্ধ আসমান স্থল।

আমি আগে কখনো এমন বস্তু দেখিনি-
কেশ দৃষ্টে যেন কোন আজন্ম সম্বন্ধ।
কেশ যার ছায়া আমার রূহ পর্যন্ত।
কেশ যেন কোন উৎকৃষ্ট পরাজয়।
কেশ যেন কোন অনর্থ আঙিনায়।

 

সে জানে যে তার বর্ণনা অসম্ভবী।
সে জানে যে তার প্রশংসা অসম্ভবী।

 

 

 

অনুপ্রাণিত। آفریں آفریں :جاود اختر থেকে।


(২৭.০৪.০২৪)


 

Comments

    Please login to post comment. Login