বাংলাদেশকে ভালোবাসি
পৃথিবীর বুকে শত শত ইতিহাস, লেখা আছে ভাই;
তরতর করে উন্নত হয়েছে আর, একটিও দেশ নাই।২
চলো বাংলাদেশকে ভালোবাসি,
চলো বাংলাদেশকে ভালোবাসি।ঐ
সবুজের দেশ আমার দেশ বাংলাদেশ,
ফসলের দেশ আমার দেশ বাংলাদেশ।২
আনাচে কানাচে ছড়ানো আছে, বাংলা মায়ের হাঁসি।ঐ
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আছি পাশাপাশি;
ধনী-গরিব সকলে আমরা, মিলেমিশে থাকি।২
সকলের মাঝে সকলে গড়ি, বাংলা মায়ের হাসি।ঐ
সকলে মিলে হাতে হাত, একসাথে ধরি;
বাংলা মায়ের জন্য আমরা, সবকিছু করি।২
সবার চেয়ে প্রিয় আমার, বাংলা মায়ের হাঁসি।ঐ