শুধু একটা তুমি
গীতিকার: তারিক হোসেন
সুরকার: রবিউল দেওয়ান
দেহের মাঝে মন থাকে, মনের মাঝে তুমি;
কেউ জানে না কেউ জানে না, জানি শুধু আমি।২
সকল কিছু পেয়েও আমার, অপূর্ণ মনে হয়;
সারক্ষণ বুকের মাঝে, তোমার ঝড় বয়।২
এই বুকেতে বসত করো,২ শুধু একটা তুমি।
কেউ জানে না কেউ জানে না, জানি শুধু আমি।ঐ
সবার চেয়ে প্রিয় বন্ধু, তোমায় আমি ভাবি;
সারাক্ষণ নয়ন ভরে, দেখি তোমার ছবি।২
এই মনেতে রাজত্ব করো,২ শুধু একটা তুমি।
কেউ জানে না কেউ জানে না, জানি শুধু আমি।ঐ
ভাবনা আমার তোমায় নিয়ে, ভাবে কতো কিছু;
সারা বেলা ছুটি আমি, তোমার পিছু পিছু।২
আমার স্বপ্নে বিরাজ করো,২ শুধু একটা তুমি।
কেউ জানে না কেউ জানে না, জানি শুধু আমি।ঐ