Posts

কবিতা

০২৬২ আধুনিক গান: দূরে থাকা ভীষণ কাছের প্রিয়

February 24, 2025

তারিক হোসেন

42
View

  দূরে থাকা ভীষণ কাছের প্রিয়

তুমি আমার দূরে থাকা, ভীষণ কাছের প্রিয়;
দূর থেকেই তুমি আমায়, ভালোবেসে যেও।২

ইচ্ছে হলেও আসতে পারো না, তুমি আমার কাছে; 
তাই বলে কি ভালোবাসা, হয়ে যাবে মিছে।২
দূর থেকেই স্বপ্নে তুমি, আমায় সময় দিও।ঐ

চাই না আমি প্রতিদিন, তোমার সুখের দেখা; 
তোমার নাম রয়েছে আমার, হৃদয় জুড়ে লেখা।২
তুমি আমার শুধু আমার, তুমি জেনে নিও।ঐ

চাই না আমি প্রতিদিন, তোমায় দেখিতে;
থাকতে চাই সারা জীবন, তোমার বুকেতে।২
ভালোবেসে তোমার বুকে, আমায় রেখে দিও।ঐ

Comments

    Please login to post comment. Login