তোমার চুলের ডগায় চোখ রেখে
সম্মুখে বাড়িয়ে ছিলাম দূ,পা
সেই আমার প্রথম প্রেমের সিড়ি
যেথা বেধেছিল আমার মৃত্যু।
এরপর তোমাকে পাওয়ার নেশা
আমার নিত্য আরাধনা
সময় পাল্টে যাওয়ার ক্ষনে
আমি হার মেনেছি অবিরত।
সিরি ফরহাদ আর চণ্ডীদাস
রজকিনী শাহাজাহানের মমতাজে
স্নাত আমি ডুবে গিয়ে
প্রেম পিপাসু ফেরিওয়ালা।
অন্তিম নীরবতার শেষ নিশ্বাসেও
তোমার সেই চুলের গন্ধ নিয়ে
লিখতে চেয়েছি একটা কবিতা
আমার প্রথম প্রেমের শব্দমালা।
.....................
স্বপন বিশ্বাস
২৪/২/২৫
185
View