Posts

কবিতা

এখন সবচেয়ে জরুরি"

February 25, 2025

মোঃ আব্দুল আউয়াল

Original Author অধ্যক্ষ এমএ আউয়াল

17
View

সুন্দরবনের জন্য এখন সবচেয়ে জরুরি সবুজ।
চট্টগ্রামের পাহাড়ের জন্য সবচেয়ে জরুরি বৃষ্টি,
আর আমার শূন্য উঠোনের জন্য
সেই হারিয়ে যাওয়া ভালোবাসা।
অমনোযোগের রুক্ষ রোদে পুড়ছি আমরা ক"জন,
যেন জলোচ্ছ্বাসে ভেসে আসা ভাঙা নৌকা।
সুন্দরবনকে বাঁচালে -
সেটা আবার বাঘের গর্জন, মৌয়ালের গান।
পাহাড়কে বাঁচালে -
সেটা আবার ঝরনার রূপকথা, বুনো ফুলের শোভা।
আমাকে বাঁচালে -
ভাঙা উঠোনে নতুন সবুজের কুঁড়ি,
দেয়ালে শুকনো হাতের ছোঁয়ায় রংয়ের ছাপ,
একটা নতুন প্রভাতের অপেক্ষা।
চারপাশের চোখ তখন বিস্ময়ে জড়ানো—
এ কী, আবার জেগে উঠল?
সেই জনপদ, যে মাটিতে দাঁড়িয়ে
একদিন আমরা স্বপ্ন দেখতাম!

-এমএআউয়াল।
২৫/০২/২৫ ইং।

Comments

    Please login to post comment. Login