কিন্তু প্রত্যয় ভাবে সে এক অদ্ভুত চক্রে পড়ে গেছে। তাকে এই চক্র নিয়েই বাঁচতে হবে। তার মনে পড়ে প্রিয় কবি হেলাল হাফিজের নতুন কবিতার কথা-
“তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছো।”
সে যেন এই ভয়েই কাউকে তার নিঃসঙ্গতার রাজ্যে প্রবেশ করতে দেয় না। অদ্ভুত অহংকারে সে যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে তার নিঃসঙ্গতার স্বর্গরাজ্য।
This is a premium post.