Posts

নন ফিকশন

হারুকি মুরাকামির স্মৃতিকথা: প্রতিদিন দৌড়ানোর মধ্য দিয়েই শিখেছি কথাসাহিত্যের কৌশল (Premium)

May 20, 2024

মুহসীন মোসাদ্দেক

Original Author হারুকি মুরাকামি

Translated by মুহসীন মোসাদ্দেক

0
sold
যখন কাউকে বলি যে আমি প্রতিদিন দৌড়াই, কেউ কেউ বেশ অভিভূত হয়। তারা আমাকে বলে, ‘তোমার নিশ্চয় ইচ্ছাশক্তির জোর অনেক।’ অবশ্যই, অবজ্ঞার স্বীকার হওয়ার চেয়ে এমন প্রশংসিত হওয়া অনেক বেশি ভালো। তবে আমি মনে করি না, কেবল ইচ্ছাশক্তির জোরেই এভাবে নিয়মিত দৌড়ানো অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। দুনিয়া এতটা সহজ নয়। সত্য বলতে কী, প্রতিদিন দৌড়ানোর সাথে ইচ্ছাশক্তি থাকা বা না থাকার খুব একটা সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয়, আমি যে পঁচিশ বছরের অধিক সময় ধরে নিয়মিত দৌড়ানো অব্যাহত রাখতে সক্ষম হয়েছি তার কারণ একটাই: এটা আমার সাথে যায় বা আমার জন্য এটা মানানসই। অথবা, আমি এর ভেতরে তিক্ত কিছু অন্তত পাইনি। মানুষ স্বভাবতই তাদের পছন্দনীয় কাজগুলো চালিয়ে যেতে চায় এবং তারা তা কখনোই বজায় রাখে না যা তাদের পছন্দ নয়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login