শব্দেরা কানে কানে কিছু বলে যায়,
ছন্দেরা দোলে হাওয়ায় দোলনচাঁপার মতো।
ধ্বনি গড়িয়ে নামে নদীর ঢেউয়ে,
অক্ষর ফোটে রোদ্দুরে – মধুর এক ব্যাকরণ।
উচ্চারিত শব্দেরা বাজায় বীণা,
বর্ণেরা গাথে রঙিন অলংকার।
উপমার চোখে প্রেমের কুয়াশা,
শ্লেষের ঠোঁটে অদ্ভুত ইশারা।
শব্দের ছোঁয়ায় জেগে ওঠে বোধ,
অলঙ্কার গেঁথে নেয় কাব্যের নকশা।
কখনো অনুপ্রাসে মিশে রেশমি রাগ,
কখনো উৎপ্রেক্ষায় ঝরে অচেনা জল।
কবিতার বুকে এভাবেই প্রেম জমে,
শব্দেরা ভালোবাসে, শব্দেরা মরে।
কিছু শব্দ অনন্ত, কিছু শব্দ ক্ষণস্থায়ী,
তবু সব শব্দেরই আছে এক চিরকালীন ব্যাকরণ।
২৮/০২/২৫ ইং।
#hilights #কবিতা
#আধুনিক #everyone
#skills #poem #বাংলা_