বসন্তের বার্তা
হে মধুমাস! হে পুষ্পরথ!
আবার এলে কি আনিয়া প্রভাত?
পল্লবে, কুসুমে, মঞ্জরীতে,
বাতাসে বহিছে মৃদু মধু-গীতে।
বকুলের শাখে কুহু গাহে গান,
মাধবী-সুরভি ভাসে অবিরাম।
নদীর তীরে তরুর ছায়ায়,
বধূর হৃদয় দোলে স্বপ্ন-আয়ায়।
তব সনে আসে নবীন আশা,
প্রাণে জাগে প্রেম, হৃদি হাসে ভাষা।
হে বসন্ত! হে পুণ্যকাল!
আমার প্রাণে করো সুধা-সঞ্চাল!