সুখপাখি
স্বপ্নের দেশে উড়ে বেড়াও,
আলো-ছায়ায় ডানা মেলাও।
ওরে সুখপাখি, কোথায় যাও?
আমার আঙিনায় একটু বসাও।
নরম হাওয়ায় বাজে তব গান,
তোমার ছোঁয়ায় জাগে নতুন প্রাণ।
রঙিন আলোয় ভাসাও ভুবন,
তুমি যে সুখের মায়াবী কণন।
তোমায় খুঁজি হৃদয় জুড়ে,
তুমি কি চাও ধরা দিতে তরে?
এসো, প্রিয়, বাসা বাঁধো,
আমার প্রাণে সুরের স্বাদ দাও।
যেও না দূরে, থেকো সঙ্গী,
তোমারি ছোঁয়ায় প্রাণ রঙ্গে।
ওরে সুখপাখি, উড়ে এসো,
ভালোবেসে মোর বুকে বসো।