আমার ভালোবাসা শুধু তোমার,
সারা জীবন পাশে থাকবার।
তোমার হাসিতে আমার সুখ,
তোমার ছোঁয়ায় মধুর ভোর।
তুমি যে আকাশ, তুমি যে আলো,
তোমায় ছাড়া সবই কালো।
তোমার চোখে স্বপ্ন দেখি,
তোমার সাথেই পথ চলি।
শীতের রাতে উষ্ণ ছোঁয়া,
তোমার প্রেমেই প্রাণ যে রোয়া।
তুমি যদি থাকো হৃদয় জুড়ে,
ভালোবাসা হাসবে আমার বুকে।
আমার প্রাণের প্রতিটা ছন্দ,
তোমার নামে বাজে আনন্দ।
তাই তো বলি বারবার,
আমার ভালোবাসা শুধু তোমার।