এক গভীর ব্যথা
নিশীথ রাতে চাঁদটি কাঁদে,
নীরব বাতাস ব্যথায় বাঁধে।
হৃদয় মাঝে দহন জাগে,
শব্দহীন এক কান্না লাগে।
চোখের জলে ভিজে যায় পথ,
হারিয়ে গেছে স্বপ্নের রথ।
যার জন্যে প্রাণের দান,
সে তো আজ অচেনা জ্ঞান।
স্মৃতির আঙিনায় বাজে সুর,
অভিমানের মেঘে আঁধার ঘোর।
বেদনাগুলো মুছে ফেলি,
তবু মন রয় ব্যথায় গলি।
হায়! এ কেমন বিরহ জ্বালা?
প্রাণে বাজে শূন্যের পালা।
ভালোবাসা কি ছিল ভুল?
নাকি কেবল দুঃখের ফুল?