শবে বরাত
রাতের আকাশ নূরে ভরা,
আজকে পবিত্র শবে বরাতের ধরা।
রহমতের আলো ঝরে পড়ে,
পাপী হৃদয় ক্ষমা চায় জরে।
তারার মাঝে দোয়া ওঠে,
প্রভুর রহমত প্রাণে ছোটে।
গুনাহ মাফের এ মহিমা রাত,
আশার প্রদীপ জ্বালায় নীরব প্রভাত।
সেজদায় মাথা, চোখে জল,
ক্ষমার চাওয়ায় কাঁদে মন চঞ্চল।
হে পরওয়ারদিগার! করো দয়া,
তোমার রহমতে কাটুক মায়া।
তওবার দরজা আজও খোলা,
পবিত্র রাতে মন দাও জ্বালা।
শবে বরাতের নূরে ভাসি,
প্রভুর প্রেমে হৃদয় হাসি।