গুড়ুম গুড়ুম মেঘ
গুড়ুম গুড়ুম বাজছে মেঘ,
আকাশ হলো কালো রঙে।
বাদল এলো নাচতে নাচতে,
বৃষ্টি নামলো ঢাল ঢালঙ্গে।
কাঁচা মাটির গন্ধ এসে,
ভরলো সারা উঠোন ঘর।
ছোট্ট ছেলে হাত মেলে কয়,
“বৃষ্টি তুমি আসো দর!”
কদম ফুলে মিষ্টি গন্ধ,
দোল খায় হাওয়ায় মেতে।
জলকেলিতে নাচে সবাই,
শিশুরা সব হাসে হেসে!