Posts

সমালোচনা

মিসমিদের কবচ (বুক রিভিউ-০১)

March 2, 2025

Sabit Hasan

39
View

বইঃ মিসমিদের কবচ (রহস্য-গোয়েন্দা উপন্যাস) 

লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

    মামার বাড়ি শ্যামপুরের নন্দোৎসবে বেড়াতে যায় সুশীল। সেখানে তার আলাপ হয় হরিশ গাঙ্গুলির সাথে, বাক্যবাগীশ এই লোকটি বিপত্নিক, একাই বসবাস করেন। লোকটির বদ অভ্যাস নিজের টাকা পয়সার কথা বলে বেড়ানো। সুশীলের আশঙ্কা সত্যি খুন হল গাঙ্গুলী মশাই, মৃত্যুর ৩-৪ দিন পর উদ্ধার হয় তার মৃত দেহ। বড়মামার খবর পেয়ে ছুটে যায় সুশীল, কিন্তু ততক্ষনে দাহ-কার্য্য শেষ। সূত্র মাত্র দুইটা, একটা মুচরে ভাঙা শেওড়া ডাল ও কাঠের পাতে খোদাই করা একটা কবচ – মিসমিদের কবচ। সুশীলের সামনে বিরাট পরীক্ষা, হয় খুনিকে খুজে বের করতে হবে নয়ত ছাড়তে হবে গোয়েন্দাগিরি।

    ‘মিসমিদের কবচ’ লেখকের গোয়েন্দা উপন্যাস লেখার প্রথম প্রয়াস তাই লেখাতে কিছু অসঙ্গতি ধরা পরে। তারপরেও লেখকের অন্যান্য বইগুলোর মতো এটিও আপনার ভালো লাগবে।

ব্যক্তিগত রেটিং – ৬.৫/১০  

[বইটি সংগ্রহ করতে পারেন নিচের লিঙ্ক থেকেঃ https://rkmri.co/y5MeIe0M50AS/]    

Comments

    Please login to post comment. Login