Posts

কবিতা

সেহেরি

March 3, 2025

MAHAFUJ

124
View

সেহেরি

নিশীথ রাতে বাজে আহ্বান,
জাগো মুমিন, রহমতের গান।
সেহেরির তরে ডাকছে ঘর,
রহমতে ভরুক অন্তর ভোর।

চাঁদের আলো ম্লান হয়ে আসে,
নতুন দিনের সূর্য হাসে।
এক ঢোঁক পানি, তৃপ্তি মনে,
নিয়ত বাঁধি হৃদয় কোণে।

সবর-শোকর হৃদয়ে রাখি,
তওবার দোয়া ঠোঁটে আঁকি।
সেহেরির সওয়াব পুণ্যে ভরা,
রোজার পথে দিক দেখায় সারা।

হে আল্লাহ, তুমি দয়া করো,
তওবার দরজা খুলে ধরো।
সেহেরির নূরে কাটুক রাত,
সফল হোক এই রোজার সাথ।

এই কবিতায় সেহেরির মাহাত্ম্য, আত্মশুদ্ধি ও রমজানের পবিত্রতা ফুটিয়ে তোলা হয়েছে। কেমন লাগল? 😊🌙

Comments

    Please login to post comment. Login