Posts

কবিতা

এ কেমন স্বাধীনতা

March 3, 2025

MAHAFUJ

112
View

এ কেমন স্বাধীনতা

এ কেমন স্বাধীনতা, এ কেমন মুক্তি,
যেখানে বন্ধন গড়ে ওঠে প্রতিটি পলকে ভক্তি।
স্বাধীনতার স্বপ্নে দেখেছিলাম আকাশ,
কিন্তু আজও তো মাথার উপর শৃঙ্খল আকাশ।

এখানে পথ হাঁটা কেবলই নিয়মে বাঁধা,
কথা বলার অধিকারেও শর্তের বাঁধা।
স্বাধীনতার নামের এই মিথ্যে ছায়া,
বাকরুদ্ধ সমাজে কেবল নীরব আর্তনাদ শোনা যায়।

সাদা কালো কাগজে লেখা স্বাধীনতার বাণী,
কিন্তু বাস্তবতায় অদৃশ্য কারাগারের চিহ্ন খানি।
যেখানে কথা বলা অপরাধ, ভাবনারও নিষেধাজ্ঞা,
এ কেমন স্বাধীনতা, এ কেমন মরীচিকা?

যেখানে মানুষ গড়ে মানুষকে খাঁচায় বন্দী,
স্বপ্নের ডানায় কেটে দেয় শৃঙ্খলাবদ্ধ বন্ধী।
বেঁচে থাকা যেনো একটি বোঝা,
স্বাধীনতার সেই আলো আজ শুধু খোঁজা।

আমরা কি পেলাম স্বাধীনতার সেই পূর্ণ স্বাদ?
নাকি এই পথ চলার মাঝে লুকানো অবসাদ?
এ কেমন স্বাধীনতা, যেখানে নেই মুক্তির ছোঁয়া,
বুকের গভীরে জমে থাকে কেবলই মেঘের ছোঁয়া।

তাই একদিন ভাঙবো এই শৃঙ্খল, তুলে নেবো পতাকা,
স্বপ্নের স্বাধীনতা খুঁজে ফিরবো, যতই হোক পথ আঁধার।
এ কেমন স্বাধীনতা, প্রশ্ন করবো সেই আকাশে,
একদিন সূর্যের আলোয় স্বাধীনতার গাথা গাইবো উচ্চস্বরে।

Comments

    Please login to post comment. Login