সকাল শুভ হয় না
গীতিকার ও সুরকার: তারিক হোসেন
তোমায় না দেখলে আমার, সকাল শুভ হয় না;
তোমায় না বললে কথা, কিছুই ভালো লাগে না।২
ইচ্ছা করে নয়ন মেলে, তোমায় প্রথম দেখি;
সকাল বেলা প্রথম কথা, তোমার সাথে বলি।২
তোমায় ছাড়া আমার দিন,২ শুরু কভু হয় না।ঐ
সকাল হলে সময় করে, আমায় দেখা দিও;
মনের মাঝে আবেগ নিয়ে, একটু কথা বলো।২
তোমায় ছাড়া আমার দিন,২ শুরু কভু হয় না।ঐ
ইচ্ছা করে সারা দিন, তোমার টাচে থাকি;
সুখে দুঃখে ভালোবেসে, তোমায় সাথে রাখি।২
তোমায় ছাড়া আমার দিন,২ একটু ভালো যায় না।ঐ
সারা দিন সময় পেলে, আমার খোঁজ নিও;
তোমার মনের ভালো-মন্দ, আমায় জানতে দিও।২
তোমায় ছাড়া আমার মন,২ একটু ভালো থাকে না।ঐ
ইচ্ছে করে দিনের শেষে, তোমার দেখা পাই;
তোমার সাথে কথা বলে, আমার মন জুড়াই।২
তোমায় ছাড়া আমার প্রাণ,২ শান্ত কভু হয় না।ঐ
দিনের শেষে সময় করে, একটু কাছে এসো;
পরান খুলে হৃদয় ভরে, আমায় ভালোবেসো।২
তোমায় ছাড়া আমার দিন,২ সফল কভু হয় না। ঐ