তোমাকেই ভালবাসিবো
যদি আবার জনম আমি পাই, তোমার জন্য পৃথিবীতে আসিবো;
শুধু তোমার জন্যে বাঁচিবো, তোমাকেই ভালবাসিবো।২
যদি আর এক দিন আমি বাঁচি, তোমার সাথে বাচিবো;
যদি আর একবার আমি হাঁসি, তোমার সাথে হাঁসিবো।২
শুধু তোমার জন্যে বাঁচিবো, তোমাকেই ভালবাসিবো।২ঐ
যদি আর একবার আমি শুনি, তোমার কন্ঠ শুনিবো;
যদি আর একবার কথা বলি, তোমার নাম বলিবো।২
শুধু তোমার জন্যে বাঁচিবো, তোমাকেই ভালবাসিবো।২ঐ
যদি আর একবার নয়ন মেলি, তোমার মুখ আমি দেখিবো;
যদি জীবনের শেষ ঘুম আসে, তোমার বুকে ঘুমাবো।২
শুধু তোমার জন্যে বাঁচিবো, তোমাকেই ভালবাসিবো।২ঐ