ধুয়োর অস্তিত্বের সাথে কিছু মুহূর্তের সাক্ষাৎ,
যখন জ্বলছ তুমি
ভাবছো না জানি কোন রেখে আসা কাল বা অদূর ভবিষ্যতের কোনো সম্ভাবনার কারণটা কি
নিতান্তই না চেয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে দিতে ভাবলে অদরকারী
অযথাই পুড়িয়ে দেয়া ধুয়োর ফাঁকি
বাকি আর থাকেই বা কী!
থেকেছে আত্মপ্রকাশের উপস্থিতি,
এ সমাজটাকে প্রশ্ন করলে ~ কি ভণ্ড না কী?
শ্রেণিবিভক্ত সমাজটাতে জানি চেতনা বেশি তবুতো বিকছে দেখি,
দেখো নিজের মাঝের আপনার মতি।
জানতে যদি,
ভিন্ন চোখে দেখলে নিজেকে বুঝতে জগতটা কী...
কিনছ পুণ্য তবে করছো দোষের মিছিল ঠিকই,
নিজের জন্যে চাইতে গিয়ে ভুলেছ সবাই, একই...
আগে বলো তুমি মানুষ নাকি??
আগে বলো তুমি মানুষ নাকি??
পরেছো ভেদাভেদের মুখোশ,
সাম্প্রদায়িক দম্ভে আপোষ,
পোষমানা হও আপন ভবে,
জেনো . . .
নারীর ভেতর নর বাঁধা দেয়া থাকে সেটাই নাড়ি...
বল, তোমার জন্ম ঠিকই?