এক ছিল ‘সুন্দর’ নামের একটি ছোট্ট গ্রাম। গ্রামটি ছিল সবুজ আর শান্ত। গ্রামের পাশে ছিল এক বিশাল বন, নাম তার রূপবন। রূপবন ছিল নানা রকমের পশু- পাখি আর গাছে পরিপূর্ণ। 🌲
‘সুন্দর’ গ্রামের মানুষেরা রূপবনকে খুব ভালোবাসতো। তারা বনের গাছ কাটতো না, পশু- পাখিদের বিরক্ত করতো না। গ্রামের শিশুরা প্রতিদিন সকালে রূপবনে যেত পাখি দেখতে আর ফুল কুড়াতে। 🌸
রূপবনের পশু- পাখিরাও গ্রামের মানুষদের খুব ভালোবাসতো। তারা গ্রামের কোনো ক্ষতি করতো না। বনের ফল আর মধু গ্রামের মানুষেরা আনন্দের সাথে ভাগ করে নিত। 🍯
একদিন, অন্য একটি গ্রামের কিছু লোক এসে রূপবনের গাছ কাটতে শুরু করলো। তারা বনটিকে ধ্বংস করতে চেয়েছিল। 'সুন্দর' গ্রামের মানুষেরা এটা দেখে খুব কষ্ট পেল। 😔
গ্রামের লোকেরা একসাথে হয়ে গাছ কাটা বন্ধ করলো। তারা বনরক্ষকদের খবর দিল। বনরক্ষকরা এসে গাছ কাটা বন্ধ করে দিল এবং ওই লোকদের শাস্তি দিল। 👮 ♂️
‘সুন্দর’ গ্রামের মানুষেরা রূপবনকে রক্ষা করলো। এরপর থেকে ‘সুন্দর’ গ্রাম আর রূপবন আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলো। তারা একে অপরের সুখে- দুঃখে সবসময় পাশে থাকত। ❤️
এই গল্প থেকে আমরা শিখলাম, প্রকৃতিকে ভালোবাসা আর রক্ষা করা আমাদের দায়িত্ব। 🤝
16
View
Comments
-
Anjuara khatun 1 week ago
This is best!