Posts

গল্প

প্রকৃতির সুরক্ষায় সুন্দর গ্রাম 🌸

March 4, 2025

Abu Talha

16
View

এক ছিল ‘সুন্দর’ নামের একটি ছোট্ট গ্রাম। গ্রামটি ছিল সবুজ আর শান্ত। গ্রামের পাশে ছিল এক বিশাল বন, নাম তার রূপবন। রূপবন ছিল নানা রকমের পশু- পাখি আর গাছে পরিপূর্ণ। 🌲

‘সুন্দর’ গ্রামের মানুষেরা রূপবনকে খুব ভালোবাসতো। তারা বনের গাছ কাটতো না, পশু- পাখিদের বিরক্ত করতো না। গ্রামের শিশুরা প্রতিদিন সকালে রূপবনে যেত পাখি দেখতে আর ফুল কুড়াতে। 🌸

রূপবনের পশু- পাখিরাও গ্রামের মানুষদের খুব ভালোবাসতো। তারা গ্রামের কোনো ক্ষতি করতো না। বনের ফল আর মধু গ্রামের মানুষেরা আনন্দের সাথে ভাগ করে নিত। 🍯

একদিন, অন্য একটি গ্রামের কিছু লোক এসে রূপবনের গাছ কাটতে শুরু করলো। তারা বনটিকে ধ্বংস করতে চেয়েছিল। 'সুন্দর' গ্রামের মানুষেরা এটা দেখে খুব কষ্ট পেল। 😔

গ্রামের লোকেরা একসাথে হয়ে গাছ কাটা বন্ধ করলো। তারা বনরক্ষকদের খবর দিল। বনরক্ষকরা এসে গাছ কাটা বন্ধ করে দিল এবং ওই লোকদের শাস্তি দিল। 👮‍ ♂️

‘সুন্দর’ গ্রামের মানুষেরা রূপবনকে রক্ষা করলো। এরপর থেকে ‘সুন্দর’ গ্রাম আর রূপবন আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলো। তারা একে অপরের সুখে- দুঃখে সবসময় পাশে থাকত। ❤️

এই গল্প থেকে আমরা শিখলাম, প্রকৃতিকে ভালোবাসা আর রক্ষা করা আমাদের দায়িত্ব। 🤝

Comments