Posts

চিন্তা

এই আমিটা শুধু আমারই

March 4, 2025

Johnny John

Original Author Johnny John

171
View

এই আমিটা শুধু আমারই 🕊️
হ্যাঁ আমি শুধু আমিই এখনে আর কেউ নেই।
আগে যেমন শান্ত, চুপচাপ আর কম কথা বলতাম,
কিন্তু এখন অচেনা লোকের সঙ্গে কথা বলতে পছন্দ করি। মনে মনে রঙিন ছবি আঁকি, গুন গুনিয়ে গান করি , প্রান ভরে গান শুনি , কিংবা দূরে কোথাও গেলে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করি । আরো পছন্দ করি স্বপ্ন দেখতে, স্বপ্নকে নিয়ে ভাবতে, 
ভালো লাগে মানুষের ভালো কিছু দেখতে বা শুনতে, আরও ভালোলাগে যখন সেই ভালো কিছুর কারণটা আমি হই। ভিতর থেকে শান্তি পাই যদি মানুষের জন্য কিছু করতে পারি, বিপদে পাশে দাঁড়াতে পারি। আর ভীষন কষ্ট পাই মানুষের কষ্ট দেখে। 
সত্যি কথা বলতে,আরো বেশি কষ্ট পাই যখন কেউ আমার জন্য, আমার ব্যবহারে বা আমার কোন কারণে কষ্ট পায়।
যদিও আমি কোন লেখক কিংবা কবি নই, তবুও ভীষন ইচ্ছে, মনের মত ভাল কিছু একটা যদি লিখতে পারতাম, সেই আশায় আমার এই লিখার চেষ্টা মাএ।

আর আমার পরিচয়....
আমার পরিচয় দেবার মতোন কিছু নেই। 
আমি ঠিক তেমনি যেমন করে আমি দেখি, 
আমার চিন্তাটাও ঠিক তেমনি যেমনটি আমি ভাবি, আমার মনটাও ঠিক তেমনি যেমনটি আমি অনুভব করি, আমার ভালোবাসাটাও ঠিক তেমনি যেমন করে আমি ভালবাসি। সবার মতো হতে চাই না। একটু ভিন্ন হতে চাই সবার থেকে, একটু আলাদা হয়ে থাকতে চাই।
ভালো লাগে নিজের মতই থাকতে, নিজেকে নিজের মাঝে গুটিয়ে রাখতে,
ভালো লাগে গল্পের বই বা লেখকে দের জীবনী পড়তে । তাইতো মাঝে মাঝে নিজেরও লেখার শখ জাগে, যদিও আমি জানি ভালো লিখতে পারিনা। সবার লেখার মতো আমার লেখাও অতো ভালো হতে হবে এমনটাতো নয়। কিন্তু বড়ই দুঃখের ব্যাপার হলো, আমি যখন যাই লিখিনা কেন আমার লিখা গুলো কেন জানি খুবই সহজ-সরল ভাষায় হয়ে যায়, হয়ত আমিও সহজ-সরল বলেই।
এই পর্যন্ত যা-ই লিখেছি শখের বশেই লিখেছি, নিজের অনুভূতি থেকে লিখেছি, নিজের অনুভূতি প্রকাশ করার জন্যই লিখেছি। 
কিন্তু জানিনা কেমন লিখেছি বা লিখি ✍🏻
আমি মোটেও তেমন ভালো লিখিনা বা ভালো লিখতে পারিনা, লিখার চেষ্টা করছি মাত্র। যখন যা মনে আসে সেটাকেই প্রকাশ করার চেষ্টা করি, অনেকটা শখের বশেই, অনেকটা একাকীত্ব দূর করার জন্য, অনেকটা নিজেকে নিজের মাঝে ব্যাস্ত রাখতে ।
হ্যাঁ এই আমি , এটাই আমি, এটাই আমার আমি...

কলমে ✍🏻 Johnny John  🌿🕊️

Comments

    Please login to post comment. Login